বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৮

২৫৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা : জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসনে প্রার্থিতা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবি: বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসনে প্রার্থিতা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। 

জোটের শরিকদের পক্ষে আসনের তালিকা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 

ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। এছাড়া অন্যান্য শরিকের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসন পেয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় ঐক্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টিও থাকছে। তবে তাদের জন্য এই মুহূর্তে আসন বণ্টন করা যায়নি। পরে আলোচনা করে জানানো হবে।  এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সংখ্যা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান আছে। তাদের অবস্থান পরিষ্কার হলেই তাদের আসন সংখ্যা ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলীয় জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।