বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ০০:৫৩

নোয়াখালী ও ময়মনসিংহের দুই প্রতিষ্ঠানে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দুইটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদক। ছবি: বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দুইটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। একইসঙ্গে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের অবস্থা, রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধের প্রাপ্যতা এবং ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যাচাই করা হয়।

পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে কর্তব্যরত দুইজন চিকিৎসকসহ কয়েকজন কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন হলেও মাত্র ২০ জন রোগীকে খাবার সরবরাহ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।

হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় পাওয়া যায়, যা জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানের জন্য উদ্বেগজনক বলে এনফোর্সমেন্ট টিম মত প্রকাশ করে।

অন্যদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধভাবে বহুতল ভবনের নকশা অনুমোদনসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ নকশা সংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। পরবর্তীতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও সার্ভেয়ারের উপস্থিতিতে ভবনটি সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রাথমিক পরিদর্শনে অনুমোদিত নকশার সঙ্গে নির্মিত ভবনের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়।

এছাড়াও ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহের সম্মুখে ২৬৫ মিটার ড্রেন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট ইউনিট।