বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ০০:২৭

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ আটক ১০

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জয় বাংলা কোস্ট গার্ড জাহাজ। অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, ১ হাজার কেজি পিঁয়াজ ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।