বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ০০:২১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ‘গণভোট ২০২৬’ বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশব্যাপী গণভোট সম্পর্কিত জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ বৃহষ্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় আগামী জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে দেশব্যাপী গণভোটের আয়োজনকে স্বার্থক করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণামূলক বিভিন্ন কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব পৌঁছে দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।