বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:২৯

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ড্যাব। ছবি: বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ চট্টগ্রামের মোহরার কামালবাজারস্থ আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এরশাদ উল্লাহ।

এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগী-চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে প্রায় ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক এবং ড্যাব চট্টগ্রাম মহানগরের জেনারেল সেক্রেটারি ডা. ইফতেখারুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতিফ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামশুদ্দীন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল ড্যাবের সভাপতি প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, জেলা ড্যাবের সভাপতি প্রফেসর ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম বিএমএ এর সাবেক জেনারেল সেক্রেটারি ডা. খুরশীদ জামিল চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোর্শেদ কাদেরী, সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন, সাবেক কাউন্সিলর মো. আজম প্রমুখ।