শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোকসভা হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোকসভাটি বাংলাদেশ বেতার ঢাকা-ক (৬৯৩ কিলোহার্জ), এফ. এম. ১০৬ দশমিক শূন্য মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফ. এম. ৮৮ দশমিক ৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ ‘বাংলাদেশ বেতার’ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
একই সময়ে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে নাগরিক শোকসভাটি একযোগে রিলে করা হবে।