বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

বিএনপির ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। 

তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১৪ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। নির্দেশক্রমে আজ ১৫ জানুয়ারি পুনরায় তাদের আবেদনের প্রেক্ষিতে স্বপদে বহাল করা হয়েছে।