বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জামায়াতের

ছবি : বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির আহ্বান জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠক শেষে ডা. হামিদুর রহমান আজাদ বলেন, ‘নির্বাচনের ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সিসি ক্যামেরা বসানোর কথা বলেছি। নির্বাচন কমিশন স্থানীয়ভাবে বা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সিসি ক্যামেরা বসানোর যে নির্দেশনা দিয়েছে, তা বাস্তবে কার্যকর হবে না বলে আমরা আশঙ্কা করছি। তাই সরকারি অর্থায়নে নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করার দাবি জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা চাই ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশ ও জাতি অতীতের গ্লানি মুছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে প্রশাসনের নিরপেক্ষতা জরুরি। ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও কিছু প্রার্থীর পক্ষে এখনই প্রচারণা চালানো হচ্ছে। এসব বন্ধ করে নির্বাচনী সমতা বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

ডা. আজাদ বলেন, ‘আমরা রাজনৈতিক শক্তি হিসেবে সহযোগিতার হাত বাড়িয়েছি। কিন্তু যদি আইনের ব্যত্যয় ঘটে বা একতরফা নির্বাচনের চেষ্টা করা হয়, তবে সৃষ্ট পরিস্থিতির দায়ভার সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। কারণ তফসিল ঘোষণার পর প্রশাসনের ওপর কমিশনের সাংবিধানিক ক্ষমতা থাকে। তাই দায় এড়ানোর সুযোগ তাদের নেই।’

পোস্টাল ব্যালট ও বিদেশে দলীয় শাখার অভিযোগ প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী আইন ও রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত অনুযায়ী বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা থাকার সুযোগ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিদেশে আমাদের কোনো দলীয় শাখা নেই।’

এর আগে বিকেল ৫টায় হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।