শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এতো সম্মান ও মর্যাদা নিয়ে কেউ বিদায় নিতে পারেননি। এটাই ইতিহাস, এটাই দৃষ্টান্ত।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সারা দেশের মানুষ গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন। লক্ষ-কোটি মানুষ তার মৃত্যুতে কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বিএনপি স্থায়ী কমিটির এঁই নেতা বলেন, ‘মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে, জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে এবং দেশের জন্য কাজ করলে দেশের মানুষ সম্মান জানায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রকৃষ্ট প্রমাণ।’
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিশ্বাসের মানুষের জন্য স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে কাজ করেছেন। সাময়িক সমাধানের পরিবর্তে স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী শ্রমিকদের কল্যাণে খালেদা জিয়ার অন্যতম বড় অবদান হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে প্রবাসীদের জন্য একটি স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে মন্ত্রণালয়, জনবল ও বাজেট রয়েছে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
তিনি বলেন, প্রবাসী শ্রমিকরা মরুভূমির প্রচণ্ড গরম, তীব্র শীত কিংবা দুর্গম পরিবেশে কাজ করে কষ্টার্জিত অর্থ নিয়ে দেশে ফেরেন। কিন্তু সেই অর্থ ভবিষ্যৎ কল্যাণে কাজে লাগাতে না পারলে অল্প সময়েই তারা নিঃস্ব হয়ে পড়েন।
প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচারণা নয়, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমে প্রত্যাগত শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে হবে। বিদ্যমান আইন ও ব্যবস্থার আলোকে পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনে আইন ও বিধি উন্নয়নের প্রস্তাব তৈরি করতে হবে।
নজরুল ইসলাম বলেন, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা প্রত্যাগত প্রবাসী শ্রমজীবী মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবেন। এ লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের আহবায়ক মো. জাকির হোসেন কাজলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান-এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবির খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।