শিরোনাম

আব্বাছ হোসেন
লক্ষ্মীপুর, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): লক্ষ্মীপুরের প্রবাসী ভোটারদের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাজ করছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেছেন ৩২ হাজার ৯৮০ জন ভোটার।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রবাসীরাও নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচনে সময় দিচ্ছেন। এদিকে প্রবাসীদের ভোট নিজেদের ঝুলিতে নিতে কাজ করছে প্রার্থীরা। তবে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি প্রবাসী ভোটাররা। পাশাপাশি প্রবাসীদের ভোটের সুযোগ করে দেওয়ায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটাররা।
আর কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে জল্পনার শেষ নেই। দেশে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা। পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনসহ সব প্রক্রিয়া শেষ করেছেন প্রবাসী ভোটাররা। ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন শেষ করেছে প্রায় ৩৩ হাজার প্রবাসী। সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, আরব-আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন লক্ষ্মীপুরের প্রায় দেড় লাখ ভোটার। বিদেশের মাটিতে অবস্থান করে ভোট দেওয়ার বিষয়ে অনেকটাই উৎসাহী তারা। আর এবারের নির্বাচন হবে মারামারি-হানাহানিমুক্ত, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এমনটাই আশা প্রবাসীদের।
দুবাই প্রবাসী শরিফুল ইসলাম, সৌদি প্রবাসী আবুল হাশেম ও সিঙ্গাপুর প্রবাসী তোফায়েল আহমেদসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সাথে টেলিফোন আলাপে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। এটি খুবই আনন্দের।
সিঙ্গাপুর প্রবাসী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা চাই, এই নির্বাচনে কোনো প্রকার দাঙ্গা, হাঙ্গামা, মারামারি-হানাহানি না হোক। প্রথমবারের মতো ভোট দিতে পারবো। বিষয়টি খুবই ভালো লাগছে। এতে করে প্রবাসীদের প্রতিও প্রার্থীদের আগ্রহ থাকবে। যারা ভোট চাইবে, তাদের মধ্যে আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দেবো। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।’
তারা জানান, বিদেশে আসা-যাওয়ার সময় নানা ভোগান্তির মধ্যে পড়েন প্রবাসীরা। তাই যে প্রার্থীর প্রতিশ্রুতিতে প্রবাসীদের সমস্যার সমাধান থাকবে তাদেরকেই ভোট দেবেন তারা। যে প্রার্থী প্রবাসীদের কথা ভাববে ও চিন্তা করবে, যে প্রার্থীর প্রতিশ্রুতির মধ্যে প্রবাসীদের সমস্যার সমাধান থাকবে, তাদেরকেই ভোট দেবেন তারা।
লক্ষ্মীপুরের বাসিন্দারাও প্রবাসীদের ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালেটে ভোট দিতে পারায় অনেক খুশি তারা। পাশাপাশি দীর্ঘদিন পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোটের সুযোগ করে দেওয়ায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। এর আগে কোনো সরকার এই ধরনের ব্যবস্থা করেনি। আর প্রবাসীদের ভোটে জয়-পরাজয় নির্ভর করতে পারে বলে মনে করেন অনেকেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, দেশে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা। লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনসহ সব প্রক্রিয়া শেষ করেছেন প্রবাসী ভোটাররা। ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন শেষ করেছে প্রায় ৩৩ হাজার প্রবাসী।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে প্রবাসীদের মধ্যে। সারাদেশের মধ্যে লক্ষ্মীপুর জেলা ১০ নম্বর অবস্থানে রয়েছে।
তবে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম বলেন, প্রবাসীরা দীর্ঘদিন পর ভোট দিতে পারবে। পাশাপাশি ইনসাফের পক্ষে তাদের ভোট যাবে এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার আশা করেন তিনি। এছাড়া অনেকেই যোগাযোগ করে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে বলে দাবি করেন তিনি।
একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুর সদর আসনে ১০ হাজারের বেশি প্রবাসী ইতোমধ্যে আবেদন সম্পন্ন করেছেন। তারা ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। প্রবাসীদের ভোট বিএনপির পক্ষে থাকবে। কারণ প্রবাসীদের বিপদে-আপদে বিএনপি সবসময় তাদের পাশে রয়েছে।