বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২০

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গ্রেফতার  ২৯

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ জন।

বুধবার যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ বিভিন্ন অপরাধে উক্ত থানা এলাকা থেকে  তাদেরকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানা নয় জন, রূপনগর থানা ছয় জন, শেরেবাংলা নগর থানা ছয় জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাত জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাছুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫),  মো. নাঈম হাওলাদার (৩১), মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৮), মো. ইসলাম (৩৮), মো. সবুজ হোসেন (৩২), সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪),  মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।