বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ০০:০৮

গণঅধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও রবিউল হাসান।

বৈঠকে দেশের চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত আছে কি না—সে বিষয়ে জানতে চান ইইউ প্রতিনিধি।

এছাড়া গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়বস্তু, জনগণ কেন গণঅধিকার পরিষদকে ভোট দেবে এবং দলটির প্রার্থীরা ভোটারদের কাছে কী বার্তা দিচ্ছেন—এসব বিষয়েও প্রশ্ন করা হয়।

গণঅধিকার পরিষদের নেতারা এ সময় দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনকেন্দ্রিক ভাবনা ও জনগণের প্রত্যাশা পূরণে তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন।