শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, কমিশন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।
উল্লেখ্য, ফেরদৌস আরা বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।