শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, কন্যাসহ আত্নীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফেরদৌস আরা ১৯৮৯ সালের ১৫ জুন ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ৩ সেপ্টেম্বর ২০১৮ বিসিএ (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
ফেরদৌস আরা’র অকাল মৃত্যুতে বাংলাদেশ সরকার শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেছে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।