বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

বাঁশখালীতে ঘুস গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে ঘুস গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, বকেয়া ভাতাদি ও পেনশনের সরকারি অর্থ প্রাপ্তিতে হয়রানি ও ঘুস দাবির অভিযোগে সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ গত কয়েকদিন আগে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার দুদক, সজেকা, চট্টগ্রাম-২ এর একটি ফাঁদ টিম বাঁশখালী উপজেলায় ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগকারীকে প্রাপ্য পাওনা সংক্রান্ত কাজে সহায়তার বিনিময়ে ২০ হাজার টাকা ঘুস গ্রহণের সময় অভিযুক্ত শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।