বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছেন ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।