শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সানাউল্লাহ হক দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।
কমিটিতে মোট ২৮ জন সহ-সভাপতি এবং ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রাখা হয়েছে। কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মোহাম্মাদ আলী তোহা, প্রচার সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনির ও অর্থ সম্পাদক হিসেবে তারেক আজাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের জন্য পৃথক সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও পাঠচক্র, ক্রীড়া, তথ্য ও গবেষণা, আইন, স্বাস্থ্য ও চিকিৎসা, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, ত্রাণ ও দুর্যোগ, ধর্ম, কৃষি, কারিগরি শিক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, স্কুল ছাত্র ও ছাত্রী বিষয়কসহ বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রসমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ কমিটি কাজ করবে। প্রয়োজনে পরবর্তীতে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে।
সভাপতি নাজমুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, নবগঠিত এ কমিটি ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং শিক্ষার্থীদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, আগামী এক বছরে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী।