শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ তথ্য অধিদফতরের উদ্যোগে অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান, তথ্য সার্ভিসের সদস্যবৃন্দ এবং তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ, দক্ষ, বিনয়ী, পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন।
তিনি বলেন, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য জালাল ছিলেন সবার আস্থা ও ভালোবাসার জায়গায়। তার মৃত্যু তথ্য সার্ভিস এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে তিনি তার পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস ব্যক্ত করেন।
অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মুন্সী জালাল উদ্দিনের কর্মময় জীবনের সাফল্যময় নানাদিক এবং সার্ভিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা নীতিবান এই কর্মকর্তার আপসহীন মনোবল সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।