বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

রংপুর বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

রোববার দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের স্বনামধন্য সাহিত্য সংগঠন রংপুর বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়। ছবি: বাসস

রংপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উত্তরাঞ্চলের স্বনামধন্য সাহিত্য সংগঠন রংপুর বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

গতকাল (রোববার) সন্ধ্যায় দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ পরিষদের অস্থায়ী এ কার্যালয় উদ্বোধন করা হয়।

রংপুর বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার এটিএম শামছুর রহমান, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মকবুল হোসেন সুমন, উপদেষ্টা এস এম খলিল বাবু, আবিদ করিম মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দীপক সরকার তপু, রংপুর জেলা শাখার সভাপতি এটিএম মোর্শেদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত মিঠু, সহপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুইদুল ইসলাম, সৈয়দা কামরুন্নাহার লিপি, লিপিকা লিপি, ময়না মনি, নাহিদা ইয়াসমিন, শিখা রানী সরকার, নুসরাত উপমা সুফি জাহিদ হোসেন, সিরাজুল ইসলাম, মোর্শেদুল ইসলাম সেন্টি, লিনা রহমান, মমতাজুর রহমান বাবু, আব্দুর রশিদ, মাহমুদ নাসির প্রমুখ।