বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০১২ মামলা

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল রোববার এ অভিযান চালানো হয়।

আজ সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৯৪টি মামলা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৩৭৫টি, মতিঝিলে ২৮১টি, উত্তরায় ২৬১টি, তেজগাঁওয়ে ২২৪টি, লালবাগে ১৮২টি, গুলশানে ১৬২টি এবং রমনা বিভাগে ১৩৩টি মামলা করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৪৬৩টি গাড়ি ডাম্পিং ও ১৮৯টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।