শিরোনাম

নরসিংদী, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে আগামী দিনে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
তিনি বলেন, ‘তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছে, ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেছেন আর প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন সবাই দেশকে ভালোবাসি।’
আজ রোববার বিকেলে দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল-মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।