শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২ হাজার ৯৮৪টি ফৌজদারী মামলা ও ১ হাজার ১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে।
সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৫ হাজার ৬২৯ জনের মধ্যে ২ হাজার ৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপি গত ডিসেম্বর মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ ৫ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২ হাজার ৯৮৪ টি মামলা নিষ্পত্তি করে।
তাদেরকে ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা ও ২ হাজার ৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এছাড়াও ডিএমপি’র গত ডিসেম্বর মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ মতিঝিল ট্রাফিক বিভাগে ১ হাজার ৭৩১টি মামলা করে।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মাসে ৩১৮টি মামলাসহ সর্বমোট ১ হাজার ১৬০টি মামলা নিষ্পত্তি করে এবং এ সময়ে ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয়, এমন অপরাধ ও যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি প্রদান করা হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।