বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৪:০৭

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা পুলিশ শনিবার নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এর মধ্যে বনানী থানা পাঁচজন, খিলক্ষেত থানা ১০জন, মিরপুর মডেল থানা তিনজন, শেরেবাংলা নগর থানা আটজন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের হেফাজত হতে বার কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী, শরীফুল ইসলাম শরীফ, শামীম আহম্মেদ জয়, মো. রবিন, মো. সেলিম মিয়া, বাধন চন্দ্র দেবনাথ, অজিত দেওরী, মো. কামরুল, মো. রমজান শেখ,  মো. জালাল, হোসাইন মোহাম্মদ জালাল শান্ত, মো. আল আমিন, বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যানার্জি), মো. আনোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন ও মো. শরিফুল ইসলাম, মো. আলামিন মোমেন, সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো. সাদেক মিয়া,  মো. ইউনুস আলী,  মো. শাকিল আহম্মেদ, মো. সালমান, মো. নাহিদ, মো. রাকিব, রাব্বী, ওমর হোসেন টুটুল, মো. সুজন হোসেন, মো. রাসেল জোফদ্দার, সোহেল খা, মো. রমজান, মো. শুভ ও মো. আব্দুল্লাহ মাতাব্বর।