বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১১জানুয়ারি, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।  দগ্ধদের উদ্ধার করে  রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

গতকাল শনিবার রাতে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন,কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে গেছে। বিস্ফোরণে বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের সামান্য কিছু অংশ পুড়ে যায় এবং তাদের শরীরে কাঁচের আঘাত লাগে। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান ওসি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের  ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়।  আকিজ সিমেন্ট কারখানার বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার  বিস্ফোরন হলে ৮ শ্রমিক দগ্ধ হয় । বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।