বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২৩:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাবিতে ফ্যাক্ট চেকিং কর্মশালা

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য (মিসইনফরমেশন), বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও দায়িত্বশীল ডিজিটাল সম্পৃক্ততা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ডট ইনিশিয়েটিভ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জাতীয় নির্বাচন ২০২৬ সামনে রেখে ফ্যাক্ট চেকিং ও মিসইনফরমেশন প্রতিরোধ’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মশালার উদ্বোধন করেন ডট ইনিশিয়েটিভের সভাপতি কে এম এমরুল হাসান।

তিনি নির্বাচনের সময়ে ভুয়া তথ্যের ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে সতর্ক করেন এবং দায়িত্বশীল তথ্য বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

কর্মশালার প্রথম অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি নির্বাচনকালে কীভাবে ভুয়া তথ্য ছড়ায়, জনমত প্রভাবিত করার কৌশল এবং নৈতিক সাংবাদিকতা ও গণমাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরউদ্দিন শিশির। তিনি ফ্যাক্টচেকিংয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন।

কদরউদ্দিন শিশির সংবাদ, ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কনটেন্ট যাচাইয়ের ব্যবহারিক বিভিন্ন টুল প্রদর্শন করেন এবং অনলাইনে কোনো তথ্য শেয়ার করার আগে তা সমালোচনামূলকভাবে যাচাই করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন ডট ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম।

তিনি আলোচকদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানান, অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন এবং জাতীয় নির্বাচনের আগে তরুণদের ডিজিটাল সাক্ষরতায় সক্ষম করে তোলা ও সচেতন নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।