বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ২০:২৫

রাজধানীর পল্লবীতে পিস্তল ও মাদকসহ গ্রেফতার ৪

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্লবীতে মাদক বিরোধী যৌথ অভিযানে পিস্তল ও মাদকসহ চারজন গ্রেফতার। 

পল্লবী থানা পুলিশ উক্ত থানা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মিরপুরের মাদক ব্যবসায়ী শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এর মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়িতে পল্লবী থানা পুলিশ ও সেনা বাহিনীসহ যৌথ অভিযান চালানো হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো-  শাহজাদী বেগম (৪০), বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।