বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৯

খালেদা জিয়াকে মনে রাখতে দরকার নারী অধিকার প্রতিষ্ঠা : আজিজুল বারী হেলাল

ছবি : বাসস

খুলনা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়াকে মনে রাখতে হলে দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অনন্য। বেগম খালেদা জিয়াই প্রথম বিধবা নারীদের জন্য বিধবা ভাতা চালু করেন। তিনি বয়স্ক ভাতা প্রবর্তন করেন এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ নিশ্চিত করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারীর মর্যাদা ও ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আজ বৃহস্পতিবার জেলার দিঘলিয়া সরোয়ার খান ডিগ্রি কলেজে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল থেকে শুরু হওয়া এ ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলে। ক্যাম্পে ডায়াবেটিস, হিমোগ্লোবিন, কিডনি, চোখ ও দন্ত পরীক্ষা করা হয়। পাশাপাশি হৃদরোগ, বাতের ব্যথা, কিডনি ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এরপর বিকেলে সেনহাটির খান এ সবুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুল বারী হেলাল, এতে সভাপতিত্ব করেন আলেয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার ইন্তেকালে দেশের সব রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছে— এটি তার প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।

দোয়া মহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।