শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৭৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ২৭টি বাস, ৪ টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৮৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৭টি বাস, ২টি ট্রাক, ১৮টি ক্যাভার্ড ভ্যান, ৭১টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫২টি বাস, ৫০টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৪০০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ৯টি ট্রাক, ১৮টি ক্যাভার্ডভ্যান, ৩৬ সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ২৩০টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।