বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:১২

১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

কালাম আজাদ

বগুড়া, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির ভাষায় এ সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি।

জেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ঘরের ছেলে’ ফিরছেন প্রায় দুই দশক পর। সেই প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়া শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও এক ধরনের উৎসবমুখর আবহ।

লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। আগামী রোববার তিনি বগুড়ায় পৌঁছাবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)। তাঁর ভাষায়, এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং বগুড়া বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রোববার সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বগুড়ায় তিনি রাত্রিযাপন করবেন। পরদিন জেলা বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। জেলার নেতারা আশা করছেন, ওই দোয়া মাহফিলে জেলার সব উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় টাঙ্গাইল, বিকের ৩টায় সিরাজগঞ্জ হয়ে রাত ৮টায় বগুড়ায় পৌঁছাবেন। রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেলে রাত্রিযাপন করবেন। 

পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। 

এই অনুষ্ঠান থেকে তারেক রহমান শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথা, চারমাথা ও মাটিডালি মোড় হয়ে শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ারের (রহ.) মাজার জিয়ারত করবেন। সেখানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দলের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম নেতাকে স্বাগত জানাবেন। পথিমধ্যে মোকামতলায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। 

ওই দিন বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে যাবেন। প্রথম জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাত ৯টায় দিনাজপুরে পৌঁছাবেন। রাত ১১টায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন। 

১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও, বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টায় লালমনিরহাট সফর করবেন। রাত ১১টায় রংপুর ফিরে রাত্রিযাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১টায় বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচি শেষে রওনা দিয়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে তাঁর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বিএনপির নির্বাচনী কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বগুড়া-৬ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন। ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচিত হলেও ফেনী-১ আসনটি প্রতিনিধিত্ব করায় বাকি দুই আসনে উপনির্বাচন হয়। ২০০৯ সালের এপ্রিলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপু প্রার্থী হলেও তিনি পরে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন। ওই নির্বাচনে নুরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে পরাজিত করেন। তবে কৌশলগত কারণে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

পরে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রাগিবুল আহসান রিপু সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে তিনি পদ হারান।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে বগুড়া শহরের চিত্রই বদলে গেছে। নবাববাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে তার বসার জন্য নির্ধারিত কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর অফিস থাকা ভবনের ঠিক মাঝখানের এই কক্ষটির ওপরে বড় করে লেখা রয়েছে তারেক রহমানের নাম। এত দিন কক্ষটি ব্যবহার না হলেও এখন সেখানে প্রতিদিন শত শত নেতাকর্মীর ভিড় লেগেই থাকছে।

শহরজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন খানাখন্দে ভরা থাকলেও সম্প্রতি জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। একই সময়ে বগুড়া পৌরসভার উদ্যোগে শাকপালা মোড়ের দীর্ঘদিন অবহেলিত পার্কটির সংস্কারকাজ শুরু হয়েছে। ৩০ নভেম্বর থেকে চলমান এই কাজ শেষ হলে পার্কটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও দৃষ্টি নন্দন হবে।