বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯

বেগম খালেদা জিয়ার কবরে কৃষক দলের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এ সময় তারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির। 

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।