বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

রাজধানীর কলাবাগানে গেস্ট হাউজে পুলিশের অভিযানে আটক ৬ 

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

তারা হলো- প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন ৪০ লেকসার্কাস শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছয়জনকে আটক করে। 

তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।