বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৭

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সোনিয়া আক্তার (২৯), রেবেকা সুলতানা (৩৩), মো. হুমায়ুন কবির (৩৭), মো. শফিকুল ইসলাম (৪২), মো. গোলাম রাব্বী (২১), মো. মাসুদ রানা ওরফে সাগর (২৭) ও মো. দেলোয়ার হোসেন (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

মিরপুর মডেল থানা থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।