শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানীর ঢাকার গাবতলীতে উত্তর সিটি কর্পোরেশনের কাঁচাবাজার এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবি’র বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তৈমুর হাসান খাঁন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি শীতবস্ত্র বিতরণকালে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো ধরনের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায়, প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে।
সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ সব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি, আর এরই ধারাবাহিকতায় আজ বিজিবি’র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।