বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর হত্যার ঘটনায় মামলা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। ফাইল ছবি

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। 

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

এই ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। 

তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।