শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬(বাসস): তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের (চলতি দায়িত্ব) মহাপরিচালক মো. আবদুল জলিল।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মো. আবদুল জলিল বলেন, মুন্সী জালাল উদ্দিন ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য হিসেবে তিনি তথ্য সার্ভিসে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তথ্য ক্যাডারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, মুন্সী জালাল উদ্দিন বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।