শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) ও সাবেক এমপি এমএ খালেক।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
এই সাক্ষাতে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনসহ দলটির অন্দরমহলে নতুন করে রাজনৈতিক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে এমএ খালেক পিএসসিকে দল থেকে বহিষ্কার করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেটিই মূলত বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়।