বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ২১:২৪

এসডিজি সোশ্যালাইজারস সিজন ২ শুরু করল ইউএনডিপি বাংলাদেশ

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ আজ এসডিজি সোশ্যালাইজারস-২ সিজন শুরু করেছে। এতে একদল নতুন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন। তারা তাদের সৃজনশীলতা ও প্রভাব কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে অন্যদের অনুপ্রাণিত করবেন।

ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগ জটিল উন্নয়ন বিষয়গুলোকে সহজ ও আকর্ষণীয় কনটেন্টে রূপান্তর করার ওপর গুরুত্ব দেয়।

প্রথম সিজনের সাফল্যের ওপর ভিত্তি করে নতুন দলটিতে কনটেন্ট নির্মাতা, শিল্পী, কর্মী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের গল্পকাররা যুক্ত হয়েছেন, যারা বৈশ্বিক লক্ষ্যগুলোকে দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করবেন।

কনটেন্ট নির্মাতাদের স্বাগত জানিয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, এসডিজি তখনই সফল হবে, যখন মানুষ নিজেদের এতে দেখতে পাবে। আমাদের এসডিজি সোশ্যালাইজারস দেখাচ্ছে— কীভাবে সৃজনশীল গল্প বলার মাধ্যমে বৈশ্বিক লক্ষ্যগুলোকে ব্যক্তিগত, স্থানীয় এবং কার্যকর কিছুতে রূপান্তর করা যায়।

ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশনস প্রধান মো. আবদুল কাইয়ুম বলেন, এসডিজি অর্জনে আরো কিছু বছর বাকি আছে। আমাদের এমন সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট প্রয়োজন, যা সচেতনতার বাইরে গিয়ে কাজ করবে। এসডিজি সোশ্যালাইজারসের মাধ্যমে আমরা মানুষকে লক্ষ্যগুলোর সঙ্গে যুক্ত করতে এবং পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই।

এসডিজি সোশ্যালাইজারসের মাধ্যমে ইউএনডিপি বাংলাদেশ উন্নয়ন যোগাযোগে উদ্ভাবনী, জনগণ-কেন্দ্রিক পদ্ধতিতে প্রচার অব্যাহত রেখেছে।