বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

জুলাই গণঅভ্যুত্থানে নিহত লিজা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর শান্তিনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত লিজা আক্তার হত্যা মামলায় এক বছর পাঁচ মাস পর মাহতাব হোসেন রুদ্র (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট ও এলআইসি শাখার একটি যৌথ আভিযানিক টিম। 

আজ বুধবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মাহতাব হোসেন রুদ্র কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রামেশ্বর শর্মা গ্রামের কহিদুর রহমানের ছেলে।

সিআইডি জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে রমনা থানার শান্তিনগর মোড় ও সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কানিফার টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

পরে এ ঘটনায় রাজধানীর রমনা মডেল (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন আসামি মাহতাব হোসেন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামীপন্থী নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।