শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা দরকার।
তিনি আরো বলেন, এ বিষয়ে ইসি নীতিগতভাবে সম্মত হয়েছে এবং আমাদেরকে বলেছে তারা অন্তত ৯০ ভাগ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করবেন। আমরা উনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে, সিসি ক্যামেরা উনারা চালু করবেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্য চারজন নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এক ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা যেহেতু নির্বাচন প্রক্রিয়ায় রয়েছি তাই ইসিকে প্রমাণ করতে হবে যে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমান পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠ নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ৫৬ বছরে একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরো বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। তাই আমি মনে করি সবাইকে বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যা করা দরকার সেটাই করতে হবে।’
ইসিকে দৃঢ় হতে হবে উল্লেখ করে আবদুল্লাহ মো. তাহের বলেন, ইসিকে প্রমাণ করতে হবে যে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অন্যথায় জাতি আপনাকে দায়ী করবে। ইলেকশন কমিশনকে দায়ী করবে। সরকারকে করবে না। আমরা বলেছি নিরপেক্ষ ডিসি, এসপিকে নিয়োগ করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড এখন সৃষ্টি হয়নি।
সিইসির সাথে বৈঠকে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।