শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রেলওয়ের সব স্থাপনা ধূমপান ও তামাকমুক্ত রাখা, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ক্যাটারিং সেবায় স্বাস্থ্যসম্মত খাবারের মানদণ্ড নিশ্চিত করা, খাদ্যে লবণ, মুক্ত চিনি এবং ট্রান্সফ্যাটের পরিমাণ সীমিত রাখাসহ অসংক্রামক রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে রেলপথ মন্ত্রণালয়।
আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এসব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
কর্মপরিকল্পনার আওতায় কর্মঘণ্টায় শারীরিক কার্যক্রম নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর কর্মপরিবেশ সৃষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা, আঘাত প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার, পাশাপাশি অ্যালকোহল ও মাদক নিয়ন্ত্রণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের জন্য অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ, সময়ভিত্তিক খসড়া কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
গত ২০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে।
ওই ঘোষণাপত্রের আলোকে রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করে।