বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩

স্ত্রীসহ ভোলার সাবেক এমপি মুকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলের পাঁচটি ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও তার স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর মামলা করে দুদক। 

আলী আজম মুকুল ও জাহানারা ইয়াসমিনের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।