শিরোনাম

চট্টগ্রাম, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ডাকে আসা রং ফর্সাকারী ক্রিমের বড় একটি চালান আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে ৮৩৭ কেজির এ চালানটি আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস।
আজ নগরীর বন্দর থানাধীন বৈদেশিক ডাকঘরে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
কাস্টম হাউসের একজন কর্মকর্তা ডাকে আসা ত্বকের জন্য ক্ষতিকারক ২৯ কার্টন বিউটি ক্রিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন ঠিকানায় এসব কার্টন পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ২০২৩ সালের ১ জুন মার্কারি ও হাইড্রোকুইনোনযুক্ত রং ফর্সাকারী ক্ষতির স্কিন ক্রিম সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্রিমগুলোর উৎপাদন, আমদানি ও বাজারজাত করা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। আমদানিনীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্ত যথাযথভাবে প্রতিপালন না করায় চালানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য। তাই চালানটি আটক করা হয়েছে।
এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রং ফর্সাকারী ক্রিমের অনেক চালান আটক হওয়ায় পাচারকারীরা কৌশল পরিবর্তন করে ডাক বিভাগকে ব্যবহার করছে বলে এমন ধারণা সংশ্লিষ্টদের।