শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
এবারের জকসু নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। এর মধ্যে পদ সহ-সভাপতি (ভিপি) পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। এছাড়া একটি হল সংসদের বিভিন্ন পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক ভোটারকে ২১টি করে ভোট দিতে হবে। আধুনিক ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ওএমআর (OMR) ফরমে তিন পাতার ব্যালটে ভোট নেওয়া হচ্ছে।
ভোট গ্রহণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত ৬টি গণনা মেশিনের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হবে। সেখান থেকেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং পুরো ভোট গণনা প্রক্রিয়াটি তিনটি বড় এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচনী লড়াই হচ্ছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বামজোটের সমন্বয়ে গঠিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তির প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এ চারটি প্যানেলের মধ্যে।
নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রসহ ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে রাত থেকেই প্রধান ফটকগুলোতে বসানো হয়েছে বিশেষ পাহারা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা বিশেষ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারছেন।