বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ০০:৫৪

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ 

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহ আলম (৪০), মো. শাহাদাৎ (৩৫), মো. আরমান (২৭), কাজী আল মুরছালীন (২৪), মো. সোহেল রানা (৪০), শাহারিয়ার হাসান ভূইয়া (৩১), মো. আলামিন (৩৪), জয়দেব (২৩), মো. হৃদয় (২১), মো. ছগির হোসেন (৪২), মো. মিলন মিয়া (২৪), মো. শাওন বিশ্বাস (২৩), অনিক রাজবংশী (২৩), মো. নূর হোসেন (২২) ও  মোঃ মাসুদ (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সোমবার অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

এসময় তাদের হেফাজত হতে ৪ পুরিয়া হেরোইন, ৩ পুরিয়া গাঁজা, ১ বোতল দেশি মদ ও অপহরণ কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।