শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রোববার অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।
এছাড়া অভিযানকালে ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ড ভ্যান, ৮৭টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০৬টি বাস, ৫৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৬০২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০টি বাস, ১৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৬টি, ১১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।