বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ২৩:৩৪
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২৩:৪০

শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে : সালাহউদ্দিন আহমদ

আজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরে দোয়া মাহফিলে এ কথা বলেন। ছবি : বাসস

কক্সবাজার, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। তারপর সেই শক্তি দেশ ও জাতিকে পুনর্গঠনের কাজে ব্যবহার করব।

সোমবার বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করে স্থানীয় বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং লাখো প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আবার যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেন।

আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল অভিযোগ করে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা বলেন, দেশের শতকরা ৯২ ভাগ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করা হয়েছিল এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সংবিধান থেকে সেই বিষয়টি বিলুপ্ত করে দেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। মৃত্যুর পরও তিনি দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি বেগম জিয়ার। এর মাধ্যমে প্রমাণিত হয় তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতির মূল্যায়ন করে।

রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতারাও বক্তব্য দেন।