বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬) (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আট সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন(জিএসএ)। 

দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে কমিটির আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য ও কৃষকনেতা দেওয়ান আবদুর রশিদ নীলুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)। 

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।  

বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা, সমন্বয় এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে এই কমিটি। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে।

নির্বাচনী প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে এই কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করবে।