বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

৬৫ লাখ টাকা ঘুস : সাবেক রেল কর্মকর্তা বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ রেলওয়েতে ‘খালাসি’ পদে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ৮ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগে সাবেক এক রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। আজ রাজশাহী মহানগরের সমন্বিত জেলা কার্যালয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০/১৬২ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামি সৈয়দ আবজুরুল হক চট্টগ্রামের সিআরবি কার্যালয়ের অধীনে প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) দপ্তরে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে পিআরএল ভোগরত।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়েতে ‘খালাসি’ পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আসামি অবৈধ প্রভাব খাটানোর আশ্বাস দেন। এ সময় তিনি এস.এ. পরিবহন (প্রাঃ) লি.-এর রাজশাহী ও চট্টগ্রাম শাখা এবং নগদ লেনদেনের মাধ্যমে মোট ৬৫ লাখ টাকা বকশিশ/ঘুস গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই অর্থ লেনদেন হয়।

দুদক জানায়, অনুসন্ধানে এস.এ. পরিবহনের মেমো, মোবাইল ফোন নম্বরের মালিকানা যাচাই, বিটিআরসি ও টেলিকম অপারেটরের তথ্য এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় অর্থ লেনদেন ও যোগাযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি ২০১৯, ২০২১ ও ২০২২ সালে নোটারিকৃত অঙ্গীকারনামা ও ঘোষণাপত্রে আসামির স্বাক্ষর পাওয়া যায়, যেখানে তিনি টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন।