বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬

ডিএনসিসি এলাকায় পার্ক ও মাঠ রক্ষায় স্টিয়ারিং কমিটি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরসমূহে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং এসব স্থাপনার সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল ডিএনসিসির ১৩তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, ডিএনসিসির আওতাধীন ৫২টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর নিয়মিত তদারকির মাধ্যমে সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে।

কমিটি প্রতি মাসে একবার করে পার্ক, খেলার মাঠ ও গণপরিসরের সার্বিক অবস্থা সম্পর্কে কর্পোরেশনে প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকি করবে এবং সকল শ্রেণি-পেশার নাগরিকের অবাধ প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোনো ক্লাব বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন এসব স্থাপনা দখল করতে না পারে, সেটিও কমিটির আওতায় তদারকির বিষয় থাকবে।

ডিএনসিসির মালিকানাভুক্ত নয়-এমন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি, স্থানীয় সমাজসেবক ও ডিএনসিসির প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে এসব স্থাপনা সকল নাগরিকের ব্যবহারের জন্য আরও উপযোগী হয়ে ওঠে।