শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে দেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছে। আজ বাংলাদেশের জনগণ তাঁর অভাব গভীরভাবে অনুভব করছে।’
আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁকে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, বাংলাদেশই তাঁর দেশ এবং তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না। তিনি আজীবন দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।’
তিনি বলেন, ‘এ দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। জনগণের প্রতি তাঁর ভালোবাসা, দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তাঁর ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’
তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশের জনগণ স্নেহ ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন, তাঁকে ছাড়া বিএনপি টিকে থাকতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জনগণের সেবায় কাজ করেছে।’